Khoma Koro Lyrics (ক্ষমা করো) Anupam Roy | Sanjhbati
![]() |
| Anupam Roy |
Khoma Koro By Anupam Roy :
Khoma Koro Song Is Sung by Anupam Roy from Sanjhbati Bengali
Movie. Starring: Soumitra Chatterjee, Dev, Paoli Dam, Arpita chatterjee
And Lily Chakraborty. Music Composed by And Khoma Koro Ami Valo Nei
Lyrics Written by Anupam Roy.
| Song : | Khoma Koro |
| Flim : | Sanjhbati |
| Singer : | Anupam Roy |
| Lyrics : | Anupam Roy |
| Music : | Anupam Roy |
| Lavle : | Zee Music Company |
Khoma Koro Lyrics (ক্ষমা করো) :
ক্ষমা করো আমি ভালো নেই..
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় ..
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই।
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
আমার কান্না শুনতে কি পাও?
দেখতে কি পাও কিছু বলো?
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই ..
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
এতটা পথ পেরিয়ে এসে
উঠোনে শুধু ঝরাপাতা।
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় ...
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই...
ক্ষমা করো আমি ভালো নেই লিরিক্স - অনুপম রায় :
Khoma koro ami bhalo nei
Elomelo hoye gechi
Jeno sob hariyechi hey bosonto biday,
Pothe pore thaka mon kharap
Chupi chupi khuje ney nirbashon
Smriti tuku dhuye geche payer chaap
Mone pore jaay aaj kar shason
Khoma koro ami valo nei
Related Posts
Subscribe Our Newsletter

0 Response to "Khoma Koro Lyrics (ক্ষমা করো) Anupam Roy | Sanjhbati "
Post a Comment