Amar Gorur Garite 2.0 Lyrics (আমার গরুর গাড়িতে) Hasan | Dristy
| Song : | Amar Gorur Garite 2.0 |
| Flim : | Akhi Milon |
| Singer : | M Hasan S. Iqbal & Dristy Anam |
| Lyrics : | Hasan S. Iqbal |
| Music : | Hasan S. Iqbal |
| Label : | Anupam |
Amar Gorur Garite 2.0 Lyrics (আমার গরুর গাড়িতে) :
কেন বলোনা তুমি আমায় বোঝনা
আমি তোমাকে ছাড়া কিছু ভালবাসিনা
কেন বলোনা তুমি আমায় বোঝনা
আমি তোমাকে ছাড়া কিছু ভালবাসিনা
তোমায় ঘরবাড়ি আমার লিখে দিবো বুঝিয়ে
তোমায় নিয়ে যাবো হায় পৃথিবীকে জানিয়ে ।
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধুত সানাই বাজিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না
কারোর ঘরের ঘরণী আমি হব না
করব না তো কোনদিন ও বিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
কেন বোঝনা তুমি আমার ইশারা ?
আমি দেবোনা এই মন কাউকে তুমি ছাড়া
কেন বোঝনা তুমি আমার ইশারা ?
আমি দেবোনা এই মন কাউকে তুমি ছাড়া
তোমায় ঘরবাড়ি আমার লিখে দিবো বুঝিয়ে
তোমায় নিয়ে যাবো হায় পৃথিবীকে জানিয়ে ।
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধুত সানাই বাজিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না
কারোর ঘরের ঘরণী আমি হব না
করব না তো কোনদিন ও বিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
আমার গরুর গাড়িতে লিরিক্স :
Keno bolona tumi amay bojhona
Ami tomake chara kichu valobashi na
Keno bolona tumi amay bojhona
Ami tomake chara kichu valobashi na
Tomay ghor bari amar likhe debo bujhiye
Tomay niye jabo hai prithibike bujhiye
Amar gorur garite bou sajiye
Dhuttur dhuttur dhuttur dhut sanaj bajiye
Thank You For Read.......
Related Posts
Subscribe Our Newsletter

0 Response to "Amar Gorur Garite 2.0 Lyrics (আমার গরুর গাড়িতে) Hasan | Dristy"
Post a Comment